Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা

 

প্রশিক্ষণের নিয়মাবলী:

ক। গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ ও মহিলা)

এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে

ধারণা লাভ করেন এবং ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম।

প্রশিক্ষণের নিয়মাবলী

সংশ্লিষ্ট গ্রামের 32 জন পুরুষ এবং 32 জন মহিলা সমন্বয়ে গঠিত দুটি প্লাটুনকে বিনামুল্যে প্রশিক্ষণ দেয়া হয়।

গ্রামের সুবিধাজনক স্থানে 10 (দশ) দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

 

প্রশিক্ষণার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্ছ 30 বছর।

প্রশিক্ষণ ভাতা হিসেবে দৈনিক 90 টাকা হারে 10 দিন প্রশিক্ষণে 900 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়

প্রশিক্ষণ শেষে প্রাপ্ত 900 টাকা থেকে 100 টাকা মূল্যের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের 1টি শেয়ার ক্রয় করতে হয়।

প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

এক গ্রামের সদস্যকে অন্য গ্রামে প্রশিক্ষণ দেয়া হয় না।

জেলা কমান্ড্যান্ট আর্থিক বছর শুরুর আগেই উপজেলা কর্মকর্তার সুপারিশ মোতাবেক গ্রাম নির্বাচন করেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের ভিডিপি পুরুষ ও মহিলা প্লাটুন সমূহ পুন:গঠিত হয়।

প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যাগণ 3য় ও 4র্থ শ্রেণীর সরকারী চাকুরীতে নির্ধারিত 10% কোটায় আবেদন করার সুযোগ পান।

খ। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ  (পুরুষ ও মহিলা)

এই প্রশিক্ষণ গ্রহণ করলে সদস্য ও সদস্যাগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এই প্রশিক্ষণের নিয়মাবলী নিম্নরুপ:

জেলা সদরে প্রাথমিক পর্ব এবং ধারাবাহিকভাবে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমীতে চূড়ান্ত পর্বে এ প্রশিক্ষণ পরিচালিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কোটা অনুযায়ী সদস্য ও সদস্যা বাছাই করে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে তালিকা প্রেরণ করেন।

আনসার আইন 1965 এবং আনসার বাহিনী প্রবিধানমালা 1996 এর আলোকে সংশ্লিষ্ট ব্যাক্তিকে নিম্নরুপ যোগ্যতা সম্পন্ন হতে হয়।

 ক) বয়স 18 হতে 30 বছর।

 খ) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। তবে এসএসসি বা তদুর্ধ ডিগ্রীধারীগণকে প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেয়া হয়।

গ) উচ্চতা: অ) সর্বনিম্ন 160 সেন্টিমিটার অর্থাত 5‘-4“ (পুরুষের ক্ষেত্রে)

 

সাধারণ আনসার অংগীভুক্তির নিয়মাবলী:

ঘ) আনসার সদস্যের জন্য

যেকোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান/সংখ্যায় চাহিদা বিবেচনা করে তাদের নিরাপত্তা রক্ষার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আনসার অংগীভূত করে দায়িত্বে নিয়োগ করা হয়।

 জেলা কমান্ড্যান্ট এর সার্বিক তত্ত্বাবধানে একটি কমিটি কর্তৃক পূর্ব নির্ধারিত তারিখে আনসার বাছাই করে ভবিষ্যতে অংগীভূত করার জন্য প্যানেল প্রস্তুত করা হয়।

বর্তমানে তিন বছরের জন্য সংস্থায় আনসার অংগীভূত করা হয় অর্থাত 1 জন আনসারের অংগীভূতির মেয়াদ একনাগাড়ে তিন বছর।

অংগীভূতিকাল সমাপ্তির চার বছর পর কোন আনসার পুনরায় অংগীভূত হতে পারে।

এক জেলার আনসার সদস্য অন্য জেলায় অংগীভূত হতে পারবেন না। তবে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলার বেলায় এই নিয়ম প্রযোজ্য নয়।

জেলা কমান্ড্যান্ট প্যানেলের মিক অনুযায়ী অংগীভূত আদেশ জারী করে থাকে। ফোন প্যানেলভুক্ত আনসার অংগীভূতির জন্য রিপোর্ট না করলে পরবর্তী মিক নম্বরধারীকে অংগীভূত করা হয়।

আনসার সদস্যদের অংগীভূতির জন্য ফায়ারিং অভিজ্ঞতাসহ মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়।

অংগীভূতি হওয়ার জন্য প্যানেলভুক্তির নিমিত্তে নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন:

ক) বয়স: 18 থেকে 40 বছর।

খ) শিক্ষাগত যোগ্যতা: 8ম শ্রেণী পাস, তদূর্ধের অগ্রাধিকার দেয়া হয়।

গ) উচ্চতা: 5“-4“ (পুরুষ), 5“-2“ (মহিলা) (অধিক উচ্চতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হয়)।

ঘ) বৈবাহিক অবস্থা বিবাহিত/অতিবাহিত উভয়ই।

ঙ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সনদ, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র (অন্য জেলার প্রার্থির ক্ষেত্রে প্রযোজ্য), 06 কপি পাসপোর্ট এবং 03 কপি স্ট্যাম্প সাইজের ছবি ইত্যাদি প্রয়োজন হয়। যোগ্যতার ভিত্তিতে সংস্থার আনসার অংগীভূত করা হয়। সুতরাং এ বিষয়ে আর্থিক লেনদেন দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সাধারণত বছরের শুরুতে এবং মাঝামাঝি সময়ে অংগীভূতির জন্য প্যানেল প্রস্তুত করা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, গাজীপুর জেলার বিশেষ প্যানেল প্রস্তুত করা হয়।

পিসি/এপিসি দৈনিক 119.35 টাকা হিসাবে 30 দিনে 3580.50 টাকা, আনসার দৈনিক 111.45 টাকা হিসাবে 30 দিনে 3343.50 টাকা বেতন-ভাতা হিসাবে প্রাপ্ত হন। এছাড়া পিসি/এপিসি 2106 টাকা হারে 2 টি এবং আনসার 1872 টাকা হারে 2টি উ‘সব বোনাস প্রাপ্ত হন।

প্রত্যেক অংগীভূত আনসার সরকারী নির্ধারিত হারে মাসে 28 কেজি গম, 28 কেজি চাল এবং 2 লিটার ভোজ্য তেল ভর্তুকি মূল্যে প্রাপ্ত হন।

অংগীভূত হয়ে দায়িত্ব পালনকালে দুর্ধটনাজনিত কারণে আনসার সদস্যগণ বিভাগীয় তহবিল হতে চিকি‘সা ব্যয় বাবত আর্থিক সহায়তা লাভ করেন।

কন্যা বিবাহ, মেধাবী সন্তানদের উচ্চতর শিক্ষার জন্য আনসার সদস্যগণ আর্থিক সহায়তা প্রাপ্ত হন।

কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিশেষ সম্মাননা পদক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।